![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্দ হারাই ধন্দে পড়ে,
বেতাল মানুষ কি যে করে!
মানুষ হয়ে মানুষ মারে,
কাকে ছেড়ে কাকে ধরে।
পাগলা জগাই নামটা নিয়ে,
চিরকুমার করছে বিয়ে।
মানুষ মেরে কি সুখ বলো?
উত্তরটা দেবে চলো।
বিশ্ব জুড়ে অস্থিরতা,
নাইতো কোন আগা মাথা।
কারো মাথায় সোনার ছাতা,
কারো ঘরে ছেঁড়া কাঁথা।
রং তুলিতে বিশ্ব ভুলি,
কবিতা লিখা শিকেয় তুলি।
মাথাটা আর কাজ করে না,
তবু তো সে হার মানে না।
পারমাণবিক বোমা বানাও?
মুচকি হাসে বিড়াল ছানাও।
সেলফিসেরা এও বুঝে না,
ধ্বংস করে লাভ আসে না।
মানুষ মেরে যায় না পাওয়া,
ভালবাসার মিষ্টি হাওয়া।
বোমা ফেলা বন্ধ করো,
সফেদ সাদা পোষাক পরো।
সভ্যতাকে বাঁচাতে হলে,
হাতটি ধরি সবাই মিলে।
©somewhere in net ltd.