![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করো
সবুজ ঘাসের বুকে রক্তে লাল
একটা পতাকা এনেছি তোমার জন্য।
মনে করো
ডালা ভরা শিউলি ফুল
সারাটা সকাল ধরে কুড়িয়েছি তোমার জন্য।
মনে করো
হাজার বছর ধরে এই পথে
হেঁটে চলেছি শুধু তোমার জন্য।
মনে করো
হৃদয় নিংড়ানো ভালবাসা
কেঁদে যায় তোমার জন্য।
মনে করো
আমার সকল কল্পনার
জন্ম হয় তোমাকে ঘিরে।
মনে করো
আমার প্রতিটি রক্তবিন্দু
চিৎকার করে শুধু তোমার জন্য।
মনে করো
রাজপথে শকুন তাড়ানো শ্লোগান তুলেছি
কেবলই তোমার জন্য।
মনে করো
দুঃস্বপ্নের অন্ধকারে প্রদীপ হাতে
দাঁড়িয়ে আছি তোমার জন্য।
মনে করো
শুরুটা যেমন ছিল
শেষটাও ঠিক তেমনি আছে
শুধু তোমারই জন্য।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ @ মামুন তালুকদার
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
মামুন তালুকদার বলেছেন: খুব ভাল লাগল চালিয়ে জান,,