![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হলে বুকের কথা
আমার মুখে শোভা পাও,
ভেতর বাহির জ্বলে পুড়ে
চরে যে খাও সারা গাও।
তুমি থাকলে হৃদয়টা যে
মনের কথা বলতে চায়,
না থাকলে পড়েই থাকে
ডানে কিংবা শুধু বায়।
তুমি ছিলে ভালই ছিলাম
আজকে তুমি সাথে নাই,
দিনে রাতে সব সময়ই
তোমায় আমি সঙ্গে চাই।
নিরাপত্তার জালে তুমি
আটকে গেলে কেন ছাই!
একলা একা পাগলা আমি
তোমায় ফেলে কোথা যাই?
রাম গরুড়ের ছানা মোরা
সেলাই আঁটা সবার মুখ,
মত প্রকাশের স্বাধীনতা
তুমি আমার ফেসবুক।
©somewhere in net ltd.