![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের আকাশ দূর থেকে দূরবর্তী হলে,
মেঘগুলো ক্রমাগত ঘুরপাক খেতে থাকে্।
তার ধবল মুখখানি হতে থাকে অন্ধকার,
তারপর কান্না শুরু হয় অঝরে।
কখনো সশব্দে আবার কখনো নিভৃতে,
ধরিত্রীর বুকে ডাকে বান।
মাটির সাথে আকাশের টানকে বিজ্ঞান
যাই বলুক, আমি বলি ভালবাসা।
তাই আকাশের মন খারাপ হলে
সে ভিজিয়ে দেয় মাটিকে আর
মাটি তাকে বুক পেতে নিয়ে
শান্ত করে আকাশের মন।
আকাশ আর মাটির ভালবাসা যুগ যগান্তের,
তারা মিলেনি কভু একসাথে।
সমান্তরাল বয়ে যাওয়া রেল লাইনের মতো
পাশাপাশি থেকে যায়, মিলে না কোনদিন
তাতে কিন্তু ভালবাসা কমে না একটুকুও।
আকাশ আর মাটির প্রেমটাও ঠিক তেমনি
দু’জনে মিলবে না কোন দিন
কিন্তু ভালবাসা অফুরান।
©somewhere in net ltd.