![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন গেল বছরটা ফিরে দেখলেই বোঝা যায়,
শুরুটা ছিল লাশ নিয়ে অগ্নি বোমা মারলো গায়।
রাজনীতিটার আগুনেতে জনগণ জ্বলে মরলো,
আগুন এসিড পেট্রোল পোড়ায় বার্ন ইউনিট ভরলো।
খুন ধর্ষণ রাহাজানি ছিল নিত্যদিনের সঙ্গী,
আরো আছে আইএস নামের ধর্মবাদী জঙ্গি।
রাকিব-রাজন জীবন দিলো অমানুষের আঘাতে,
জানি তারা ঠাঁই পাবে না ইতিহাসের পাতাতে।
আয়লানেরা জীবন দিলো সাগরের ঐ পানিতে,
মাতৃভূমি পর হলো তার ঠাঁই পেল না মাটিতে।
মত প্রকাশের স্বাধীনতা বন্দী হলো আইনে,
চিন্তার দ্বার বন্ধ করে বাঁধলে যে কোন বাঁধনে।
ভালবাসা উড়াল দিলো পাখি হয়ে আকাশে,
স্বপ্নগুলো রোজ হয়ে যায় বিবর্ণ আর ফ্যাকাশে।
তবুওতো স্বপ্ন দেখি নতুন করে বাঁচবার,
নতুন দিনের আসবে আলো ঘুঁচবে সকল অন্ধকার।
ফির বছরটা হবেই ভালো মুছে যাবে আঁধার কালো
নতুন বছর আনবে বয়ে সকল কিছু ভালো।
নতুন ভোরের সূর্যোদয়ে পৃথিবী হোক আলো
শুভ হোক নববর্ষ দুই হাজার ষোল।
©somewhere in net ltd.