![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরাপত্তার ফাঁকটি গলে
বোমা হামলা হয়,
আমজনতার বুকে ব্যাথা
মনে লাগে ভয়।
কি করি আজ
ভেবে না পাই,
ঘর ছেড়ে তাই
বাইরে না যাই।
শিশু পুরুষ নারী
করে সবাই আহাজারি,
তাতে কোন লাভ হবে না
সবার সাথেই আঁড়ি।
ভেতর কিংবা বাইরে
নিরাপত্তা কোথা?
রূপকথারই দেশে চলো
এখানে খোঁজাই বৃথা।
©somewhere in net ltd.