![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের গগণে এক ফালি
চাঁদ যদি উঁকি দেয়,
বুঝে নিও আমার আগমণী বার্তা।
জৈষ্ঠ্যের কাঠ ফাটা রোদে,
ওষ্ঠাগত প্রাণে যদি
শীতল পরশ বুলায়
কোন এক দমকা হাওয়া,
বুঝে নিও আমার পরশ।
মনের আকাশে শ্রাবণ মেঘ ঘনালে
যদি নয়ন কোণে
এক ফোঁটা জল আসে,
বুঝে নিও সেটা ছিল
আমার চলে যাওয়া।
©somewhere in net ltd.