![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা মায়ের মুখের হাসি,
প্রাণের চেয়েও ভালবাসি।
বুকের মাঝে লাল সবুজ
আর মুখে বাংলা গান,
তোমায় দেখে জুড়িয়ে যায়
আমার অবুঝ প্রাণ।
আকুল করা তোমার রূপের যাদু,
রাখালি সুর ছড়ায় মধু।
শ্যামল কোমল পরশ তোমার
অঙ্গেতে পাই সুখ,
তাইতো তোমায় ভালবেসে
জুড়িয়ে যায় বুক।
ফসলি মাঠ গাছের ছায়া,
অন্তরেতে লাগায় মায়া।
তোমার কোলে শুয়ে আমার
নাইতো কোনো ভয়,
অবাক চোখে বিশ্ববাসী
তাকিয়ে তাই রয়।
©somewhere in net ltd.