![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধ সময় যখন
জেঁকে বসেছে মাথায়,
সমাজের ঘুণ পোকা
কুড়ে কুড়ে খাচ্ছে শরীর।
হাড়-মাংস-মগজে ধরেছে পচন,
বিষক্রিয়া ছড়াচ্ছে অবিরত।
তখনও আমি প্রেমিকার নেশায় বুঁদ।
তার অধরে ওষ্ঠ রেখে
হয়ে উঠি উন্মাদ অনবরত।
আর আমার সিগারেট
জ্বলে জ্বলে ছাই
ক্রমাগত…..!
©somewhere in net ltd.