![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটছি তোমার পিছু পিছু,
মাথায় তো নাই কোন কিছু।
কোন সে সুরের টানে,
মনটা কি তা জানে?
গান গেয়ে যাই দিবা নিশি,
সকাল সন্ধ্যা ভালবাসি।
ভালবাসা কোথায় যায়?
ছোট্ট সবুজ দূরের গাঁয়।
আকুল করা নদীর কূল,
মনটা আমার করে যে ভুল।
নীল আকাশে উড়ছে পাখি,
দেখে আমার জুড়ায় আঁখি।
মধুর তোমার মুখের ভাষা,
মনে আমার জাগে আশা।
জন্ম আমার তোমার কোলে,
আমি যে মা তোমার ছেলে।
তুমি আমার জননী গো
তুমি আমার দেশ,
তোমার রূপের নাইকো জুড়ি
আমার বাংলাদেশ।
©somewhere in net ltd.