![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন
ঘুম ভাঙ্গা ভোরে,
তুমি এসে
কড়া নাড়লে আমার দরজায়।
তোমার ঘুম জাগা
লাল চোখ,
মলিন বিষন্ন মুখ
আমার ভেতরে
হৃদয়ের গভীরে
জাগিয়েছিল, এক অব্যক্ত বেদনা।
ছিল হারাবার ভয়।
কোন প্রশ্ন নয়
নয় কোন উত্তর,
হৃদয়ের গহীনে হৃদয়।
তারপর আবার
উঁকি দেওয়া ভোর
হারিয়ে যায়
মেঘের আড়ালে,
অদ্ভূত আঁধারে।
©somewhere in net ltd.