![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্লোগান দিতে গিয়ে
আমি বন্ধু চিনতে পারিনি
তবে শত্রু চিনেছি।
বুঝেছি বন্ধু আর শত্রুর মাঝে
তফাৎ নেই কোন।
কাঁধে কাঁধ রেখে চলেছি
শত্রুর সাথে
একসাথে মিলিয়েছি গলা
বন্ধু হয়েছে শত্রু আর
শত্রু হয়েছে বন্ধু।
বন্ধুতা আর শত্রুতার তফাৎ আমি
করতে পারিনা সহসাই।
একই পাটাতনে
বন্ধু আর শত্রু কিভাবে
একসাথে চলে
আজও বুঝিনা।
শুধু ভাবি আর খেই হারাই।
মুদ্রার যেমন এপিঠ ওপিঠ থাকে
মানুষেরও তেমন থাকে
একপিঠে বন্ধুতা
আর অন্যপিঠে শত্রুতা।
সামনে একটা
আর পেছনে অন্য আরেকটা।
কি বিচিত্র!
হায়রে মানুষ
মনটা যে তোর নষ্ট হলো
সাথে গেল হুশ।
©somewhere in net ltd.