নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

উদাসী ভাবনা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

হেমন্তের হাওয়া এসে গাঁয়ে লাগতেই
হালকা শীত শীত অনুভূত হলো।
উদাসী হলো বাঁধা পড়া মনটা
আর তখনই মনে মনে ভাবলাম
আচ্ছা, হেমন্তে যেন কোন ফুল ফুটে?
মনেই পড়ছিল না একদম।
হঠাৎ বাতাসে কোত্থেকে যেন
ভেসে এল ছাতিম ফুলের
মাতাল করা গন্ধ, মনে হলো
হেমন্ত এলেই ছাতিম ফুল ফুটে।
ছাতিমের গন্ধে একটা পাগলামী আছে
ছেলেবেলা থেকেই আমাকে টানতো
হঠাৎ হারিয়ে যাই ছেলেবেলায়।

আহা! শরতে শিউলিরা
এখনো শেষ হয়নি।
এখনো রোজ সকালে ওরা
ফুলের বিছানা পাতে গাছতলায়।
সাদা ফুলের লাল ডগা
মন ভরে যায় সুগন্ধ আর সৌন্দর্যে।

তারপর আবার মনে হলো
পদ্মওতো ফুটে এই হেমন্তে
স্থল পদ্ম, লাল শাপলা
তখন মনে হলো আমরা সবাই
লাল শাপলা বললেও ওটা আসলে
লাল নয়, গোলাপী রঙএর।
মনে মনে নিজে নিজেই হাসলাম
তাইতো, কি বোকা আমরা
একেই বোধ করি কালার ব্লাইন্ড বলে।

ভাবতে ভাবতেই মনের মধ্যে
উঁকি দিল সবুজ ধানের শীষে
পাক ধরা সোনালী রঙ
মনে হলো এই হেমন্তেই
কৃষকের ঘরে উঠবে নতুন ধান
নবান্ন উৎসব, নূতন ধানের
পিঠার সাথে খেজুরের ঝোলা গুঁড়
আহ!
নানান ভাবনায় আবারো উদাস হই
আর ভাবি, বাতাস কেন
উদাস করে মানুষকে?
উত্তর পাইনা খুঁজে।
শুধু হাতড়ে বেড়াই মনে মনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.