নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

অধিকারটা সবার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

ফাঁকা গুলি ছুড়লে যদি
কেউ পড়ে যায় সামনে,
কিছু কি আর করবার আছে?
উত্তর পাবো কেমনে?

লাইসেন্সতো আছেরে ভাই
অবৈধ তা নয়,
অমুক আমি, তমুক আমি
পাস না কেন ভয়?

ক্ষমতা আমার, সবই আমার
তোমার আছে কি?
রাস্তায় আছে আমার সাপোর্ট
আমার করবে কি?

অমুক ভাইয়ের মুক্তি চাই,
তমুক ভাইয়ের দোষ নাই।
আমার ভাইয়ের কিছু হলে,
বিড়াল আসবে ছিঁড়ে থলে।

জনতা বীর জনতা,
তোমার হাতেই সব ক্ষমতা।
এই কথাটি সত্য নয় যে,
বাস্তবতা ভিন্ন সে যে।

ধরা নিষেধ, ছোঁয়া নিষেধ
কথা বলাও মানা,
এই কথাটি সকল লোকের
থাকতে হবে জানা।

বাংলা মায়ের সম্মানেতে
করছে আঘাত যারা,
স্বাধীনতার চেতনাতে
শাণিত নয় তারা।

স্বাধীনতা রক্ষা করার
দায়িত্ব যে সবার,
স্মৃতিসৌধ, শহীদ মিনার
ডাক দিচ্ছে আবার।

নিপীড়ন আর বঞ্চনাটা
রুখতে হবে এবার,
স্বাধীন দেশের স্বাধীন মানুষ
অধিকারটা সবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.