![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেঁদে উঠে এই প্রাণ,
যখন দেখি তোমার লাশ
পড়ে আছে অন্য লাশের উপর,
হয়ে আছে স্তুপীকৃত।
তুমি তো কোন অপরাধ করনি
অথবা যাওনি তো কোন যুদ্ধে
তবে কেন এই অবহেলা তোমার লাশের?
এর দায় কার?
কে নেবে এই ভার?
আমার কি শক্তি আছে, এই ভার বইবার?
৭৬৯টি প্রাণ ঝরে গেল
কি নিদারুণ অবহেলায়!
মানুষ মরে গেলে সবাই দেখে
প্রাণ কাঁদলে কেউ দেখে না।
©somewhere in net ltd.