![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে শিশুটির দেখবার কথা ছিল
আগামী কালের ভোর
বাঁধতে তাকে পারিনি।
ঘুড়ির ডোঁর ছিন্ন হয়েছে
নিদারুণ ঝড়ে,
বালির বাঁধ ভেসে গেছে
বন্যার প্রবল আঘাতে।
রাস্তায় পড়ে কেঁদেছিল শিশুটি
বলেছিল আমাকে মেরো না
আমি চোর নই, আমি চুরি করিনি।
তার কথায় আস্থা নেই আমাদের
তাই আমরা ফিরেও তাকাইনি।
পারিনি করতে প্রতিবাদ,
হেসেছি শুধু হায়না হাসি।
আগামীকাল হতে পারতো
যে সকালটি, তা হারিয়ে গেল
অমানিশার অন্ধকারে।
ভোরতো এল না, হলো না সূর্যোদয়
রাকিব-রাজন আমাদের ক্ষমা করো
ভয়কে এখনো করতে পারিনি জয়।
কথা দিলাম যদি কোনদিন
মানুষ হয়ে উঠতে পারি
তবে অবশ্যই পৃথিবী
তোমাদের হারাবে না।
©somewhere in net ltd.