![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন হয়ে গেল গাজীর গান শুনিনি
আজকাল খবরও পাইনা যে কোথাও
গাজীর গান হচ্ছে কিংবা হবে,
মনে পড়ে ছেলেবেলায় শোনা
সেই গাজীর গানের কথা।
সারারাত নাড়া পেতে বসে শুনেছি সে গান,
সে গানের নামে আজো মন করে আনচান।
শীতকালে আসতো বিচার গান
গানে গানে কাটতো সারাটা রাত
একটি নির্ধারিত বিষয়ে বিতর্ক চলতো
দুইজন বয়াতি তাদের সমস্ত জ্ঞান
উজাড় করে দিতো,
তরবালি, রশিদ, লতা কিংবা মমতাজ
ভুলে যাওয়া আরো কত কত নাম
তর্ক হতো তাদের, হতো বিতর্ক
গানে গানে শেষ হতো নির্ঘুম রাত।
কখনো মীমাংসা আবার কখনো
অমীমাংসীতই থেকে যেত বয়াতির বাত।
আর যাত্রা পালা এলে তো কথাই নেই
লুকিয়ে লুকিয়ে দেখতে যেতাম
থাকতাম বারান্দার ঘরে
রাত গভীর হলে ঘরের দরজা
ভেজিয়ে দিয়ে বেরিয়ে পড়তাম যাত্রা দেখতে।
মনে পড়ে প্রথমবার যাত্রা শুনতে
গিয়েছিলাম আাব্বার হাত ধরে।
চারণিকা অপেরার যাত্রাপালা
সেদিনের পালা ছিল সিরাজুদ্দৌলা,
অবাক বিস্ময়ে দেখেছিলাম অভিনয়শৈলী।
সেদিনের দেখা নাটক যে দাগ কেটেছিল মনে
স্মৃতির কুঠুরিতে তা আজও হাতড়ে পাই।
আজো মনে পড়ে সেই দিনগুলোর কথা।
এখনো মনে মনে খুঁজে বেড়াই,
ইন্টারনেটে বসি, ইউটিউব সার্চ দেই
পেয়েও যাই অনেক কিছু।
মন ভরে না, মন চলে যায়
শীতের রাতে নাড়া বিছিয়ে
বাদাম ভাজা আর ফ্লাস্কের লাল চায়ের সাথে
সেই গাজীর গান, সেই বিচার গান আর যাত্রাপালা
আর পাই না সেই দিনগুলো।
কোথায় যেন হারিয়ে গেল সব
আজকাল স্মৃতিরাও হারিয়ে যেতে বসেছে।
©somewhere in net ltd.