নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুমি কেমন আছো?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

বন্ধু তুমি কেমন আছ?
কতদিন দেখিনি তোমাকে।
মনে পড়ে মন্ত্রমুগ্ধের মতো ছুটেছি তোমার পিছু পিছু,
মনে মনে কি এক দুর্মর আকাঙক্ষাই না ছিল তোমার জন্য।
তোমার একটু কথা, চটুল চাহনি, ভুল করা একটু স্পর্শ
আমাকে করে তুলতো উন্মাদ।
তোমার চোখে চোখ রাখবার সাহস আমার ছিল না কোনদিনই
চুরি চুরি করে দেখতাম তোমাকে, ছিল শুধুই মুগ্ধতা।

মনে পড়ে সেদিনের কথা
যেদিন তোমার হাত ধরে
ভেসেছিলাম তিস্তার বুকে,
তোমার স্পর্শে তড়িৎ প্রবাহ
খেলে গেছিল আমার সমস্ত শরীরে।
তোমার গেছিল কি না তা বুঝতে পারিনি
হয়তো গিয়েছে কিংবা যায়নি।
পাল তোলা ডিঙ্গা যখন আমাদের
ভাসিয়ে নিয়ে যাচ্ছিল,
সেই স্রোত আর বাতাসে আমি কিন্তু
ঠিকই ভেসেছিলাম তোমার প্রেমে
তুমি ভেসেছিল কি না তা আজো
অস্পষ্ট আমার কাছে।

কখনো মনে হতো তুমি প্রবলভাবে ভালবাসা আমাকে
আবার কখনো মনে হতো শুধু অবজ্ঞাই করো।
তবে তোমার অভিমানগুলো থেকে ভালবাসার
আঁচ করতে পারতাম।
আঁচ করতে পারতাম তোমার ভাল লাগার মাত্রা।
কাউকে প্রবলভাবে ভাল না বাসলে
তার সাথে অভিমান করা যায় না।

আজ বারবারই মনে পড়ছে তোমাকে।
তুমি কেমন আছ আর কোথায়ই বা আছ?
আমি কিন্তু সেখানেই আছি,
যেখানটা ছিল তোমার খুব চেনা
নয়ন কোণে জল ভরে এলে
যদি বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে কোনদিন
তবে ভেবে নিও, তোমার প্রতীক্ষায় আজো আমি
জেগে আছি নির্ঘুম রাত।
বন্ধু তুমি ভাল থেকো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.