![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজপথের জনস্রোতে ছিলে তুমি, ছিলে অধিকারের মিছিলে
কাঁটার আঘাতে হয়েছো রক্তাক্ত, তবুও পড়নিতো পিছলে।
প্রতিদিন সকালে দেখি তোমার অবিরাম ছুটে চলা
সে কি পেটের টান নাকি শুধুই জীবনের গল্প বলা।
কি অদ্ভূত এক প্রেম তোমার সাথে পৃথিবীর
সভ্যতাকে এগিয়ে নেবার লক্ষ্যে থাকো স্থির।
সভ্যতাটা দাঁড়িয়ে আছে ভরটা তোমারই কাঁধে
জীবনের দায় কৃষ্ণ তোমার, তুমি যে তার রাধে
তোমার শ্রম আর তোমার ঘামে বাড়ে পৃথিবীর পুঁজি
তোমার দুঃখ সুখের কথা আমরা কি আর খুঁজি?
মেহনতি শ্রমিক তুমি সয়ে যাও শুধু অপমান
বুঝি নাতো ছাই কত বড় তোমারই সম্মান।
(১৩.০২.২০১৬)
©somewhere in net ltd.