নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

অধিকারটা চাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

তোমরা হলে বাচ্চা শিশু
করবে কেন চুরি?
যাই কিন্তু হোক না ইস্যু
আমার হাতেই ছড়ি।

রাকিব রাজন ইমন হাসান
যাই হোক গে নাম,
চুরি করলে মারবোইতো
আমার অনেক দাম।

মামলা করো অ্যারেস্ট করো
পাবে নাকো লাভ,
জামিন পাবো সপ্তাহান্তে
যতই ধরো ভাব।

সমাজ চালাই আমরাইতো
আমরা দেশের মাথা,
তোমরা হলে আম পাবলিক
ঘরে ছেঁড়া কাঁথা।

তোমরা আবার মানুষ নাকি
আম মানে তো ম্যাংগো,
তিড়িং বিড়িং করলে বেশি
ভ্যাঙবো কিন্তু ঠ্যাংও।

সিভিল সমাজ আর মিডিয়া
যত নষ্টের গোড়া,
বাড়তি কথা বলে যারা
তারাইতো বিষ ফোঁড়া।

টাকার কাছে সবই বেকার
টাকাই হলো মানি,
জানে মানে আমরা সবাই
এই কথাটাই মানি।

অধিকারের কথা বলে
হল্লা করো শুধু,
আমাদেরতো টাকার পাহাড়
টাকা মানেই মধু।

আজকে যারা আছে শিশু
তারা কালকে ভবিষ্যৎ,
পয়সাওয়ালা নাইবা মানুক
গুণী জনের মত।

আমরা কিন্তু অধিকারের
কথা বলেই যাবো,
আজ না পেলেও অধিকারটা
আগামীকাল পাবো।

মানুষ হয়ে জন্ম নিয়ে
পেয়েছি যে অধিকার,
অন্যায় কিছু হলে পরে
চাইবো যে প্রতিকার।

শিশু-নারী-পুরুষ সবার
অধিকারটা চাই,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আমি মিন্টু বলেছেন: সুন্দর কাব্য :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

মহা সমন্বয় বলেছেন: শিশু-নারী-পুরুষ সবার
অধিকারটা চাই,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.