![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণিমা রাত এমন কেন
মনটা ধরে শুধুই টানে,
ফাগুন হাওয়ায় আগুন লাগে
তুমি ভাসো সুরের তানে।
তোমার গুনগুনানো সন্ধ্যাটা
আর মন খারাপের রাত,
শুক্লপক্ষে জোছনা আসে
কিস্তি চালেই মাত।
জীবন শুধু ভেংচি কাটে
হেঁটে চলার পথে,
মত মিলে না কারো সাথে
চলে ভিন্ন মতে।
পূর্ণিমা রাত আবার এসো
ভাসবো তোমার আলোয়,
অন্ধকারটা থাকুক দূরে
বাসা হোক না ভালোয়।
এসো তুমি ফিরে ফিরে
এই পথটাই তোমার,
ফুরিয়ে গেলে আঁধার রাতি
সামনে যৌথ খামার।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
এইচ.এম উবায়দুল্লাহ বলেছেন: চমকার বলেছেন ভাইজান।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩
কাঁচাঝাল বলেছেন: দারুন কবিতা লেখছেন ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৪
জনৈক অচম ভুত বলেছেন: ভাল লিখেছেন। শুভকামনা রইল।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫
শাহাদাত হোসেন বলেছেন: সুন্দর কবিতা
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর কবিতা ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬
রেইড ইন স্কাই বলেছেন: বেশ ভাল
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
বিজন রয় বলেছেন: ফাগুনের কবিতা ভাল লাগল।
+++
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
দিয়া আলম বলেছেন: চমৎকার কবি
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা রবীন্দ্র সঙ্গীত অাছে না, এসো এসো অামার ঘরে এসো, অামার ঘরে । বাহির হয়ে এসো । পূর্ণিমা রাতে বেরিয়ে এলে কতোই না ভালো হয় । অাপনার লেখাটা ভাল্লাগসে ।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
প্রীতম রাজ বলেছেন: বন্ধুরা আমার নতুন ওয়েবসাইট http://www.Djpritommix.tk
সবাই একবার ভিসিট koro plz
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮
কবীর মামুন বলেছেন: করবো নিশ্চয়ই
১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন।
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২১
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
কালের সময় বলেছেন: ভালো লাগল ।