নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

জয় হোক মানুষের

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২২

আমি বুঝি না জীবনের কি মানে হয়
গাড়ীর চাকায় পিষ্ট হলো যে রিক্সাওয়ালা
তার জীবনের কি মানে ছিল?
কিংবা কি ছিল তার অভিপ্রায়?
যে শ্রমিক তার শ্রম আর ঘামে
তৈরি করে সভ্যতার প্রতিটি স্তর
আর বিনিময়ে হয় নিপীড়িত
তার জীবনেরই বা কি মানে?
জীবনের স্বাদ না পাওয়া যে শিশুটিকে
রাস্তায় বেঁধে পিটিয়ে হত্যা করা হলো
তার জীবনের মানেই বা কি?

ভালবাসার অর্থ না বুঝা কিংবা
মমত্ববোধ না থাকা মানুষের চরিত্র!
হতেই পারে না। আমি মানি না।
মনুষত্বই প্রধান বৈশিষ্ট্য মানুষের।
মানুষ কি বুঝে না কি তার জীবনের মানে?
আর কবে বুঝবে? লক্ষ হাজার বছর পেরিয়ে
গিয়েছে মানুষের বয়স,
সেকি শুধুই অর্থহীন সময়?

চাই শান্তি, চাই স্বস্তি, চাই মমতা
বর্বরতার আরেক নাম ক্ষমতাবাজের দস্যুতা।

ভালবাসার মানুষগুলো
ভালবাসুক তার প্রিয় মানুষকে।
শান্তির পতাকা উড়ুক বাতাসে,
নীল আকাশে ভেসে বেড়াক সাদা মেঘ।
পৃথিবী হোক শান্ত
জয় হোক মানুষের।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভেদাভেদ ভুলে পৃথিবীটা সকলের বাসযোগ্য হোক - শান্তিময় সুন্দর ।

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩২

অগ্নি কল্লোল বলেছেন: এই পৃথিবীতে আমরা শান্তি চাই-
শিশুদের পদধ্বনির মত শান্তি
বকুল ঝরে পড়ার মতো শান্তি
রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি।

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩

শাহাদাত হোসেন বলেছেন: পৃথিবীতে শত পরিবার তৈরী না করে একটি পরিবার তৈরী করতে হবে।

৪| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চাই সাম্য।
দারুণ লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.