নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

দেশের পকেট ফাঁকা

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২০

রিজার্ভেতে দেশের টাকা কেন হলো ফাঁকা?
আমরিকাতে কেন গেলে থাকতে আমার ঢাকা?

যেনো তেনো কথা নয়কো আটশো কোটি টাকা,
এক নিমেশেই করে দিলো দেশের পকেট ফাঁকা।

হ্যাকিং করে তারা নাকি ভাঙ্গতে পারে মেশিনো,
জনতার টাকা চুরি করে খেলে তারা ক্যাসিনো।

আমরা হলাম আম জনতা কথা বলা মানা,
দেশের টাকা বিদেশ দিলে মারবে ওরা হানা।

সব ব্যাটাদের নজর এখন বাংলাদেশের দিকে,
ভাঙ্গতে পারলে দেশের কোমর ইমেজ হবে ফিকে।

রিজার্ভে আর গার্মেন্টস খাতে চলছে ষড়যন্ত্র,
দুর্নীতি আর চুরি ডাকাতি পশ্চিমাদের মন্ত্র।

ইন্টারনেট ‍মুক্ত বাজার আছে কত যাদু,
অন্তরেতে বিষ থাকলেও মুখটা জুড়ে মধু।

গেল গেল আমার গেল ওদের কি গো তাতে?
ওরা খেলবে ক্যাসিনো আর আমরা মরবো ভাতে।

ফেরত দিতে হবেই হবে মেহনতের টাকা,
টালবাহানা চলবে নাকো আওয়াজ নয়তো ফাঁকা।

দেশের টাকা ফেরত চাই এই আমাদের দাবি,
মুরুব্বিরা ঠিকই জানে কাদের হাতে চাবি।

স্বাধীনতার মাসে যারা আঘাত করলো মূলে,
ষড়যন্ত্রের কথা কিন্তু যাবো নাকো ভুলে।

মানুষরূপী মানুষগুলো মানুষ হবে কবে?
বিচার করে আসল টাকা ফেরত দিতেই হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

বিজন রয় বলেছেন: বাহ! দারুন মিল।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.