নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

টাইগারেরই জয়

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

ক্রিকেট মানে রাজনীতি আর
ক্রিকেট মানেই ব্যবসা,
আইসিসিটা নতজানু তার
নেই যে কোন ভরসা।

বড্ড বেশি পদলেহী সে
ধরে রুদ্র মুর্তি,
বেকায়দাতে ফেলে দিয়ে
তারা করে ফুর্তি।

বাংলাদেশে থাকবে পেসার
এটা কেমন কথা?
তোমরা কর বাড়াবাড়ি
মনে পাই যে ব্যাথা।

তোমরা হলে ছোট্ট শিশু
ক্রিকেট মাঠের খোকা,
করতে চাও যে বাড়াবাড়ি
তোমরা কত বোকা!

আইসিসিরই মোড়ল আমি
ক্রিকেট মাঠের দাদা,
শুধুই করিস বাড়াবাড়ি
তোরা বড়ই হাদা।

আশরাফুলরা খেলার ঘুঁটি
তাসকিনেরাও বাদ,
বড় হবি? এত্ত সাহস!
মিটিয়ে দেবো সাধ।

অন্ধকারে কূল পাবি না
মুরুব্বি যে আমর,
তোরা হলি হাতের পুতুল
গন্ডারেরই চামড়া।

আইসিসি তোর ষড়যন্ত্র
থোরাই করি কেয়ার,
রাজনীতি তুই করিস যতই
বাংলাদেশই বেটার।

তোর কপালে দুঃখ আছে
একটু ওয়েট কর,
ব্যাটে বলে খেল দেখাবো
দেখবি কাকে বলে ডর।

যতই করো টালবাহানা
যতই রাজনীতি,
তোমরা হলে মশা মাছি
টাইগারেতেই ভীতি।

আজকে না হয় জিততে পারে
রাজনীতিতে মাঠে,
বাংলা মানেই ক্রিকেট পাগল
পাবোই তোমায় বাটে।

আগামীকালের নতুন ভোরে
পাবে কিন্তু ভয়,
বিজয় কেতন উড়বেই তো
হবে টাইগারেরই জয়।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫০

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর প্রতিবাদী ছড়া।

ভাল থাকুন। সবসময়।

২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার প্রতিবাদী ছড়া!!

৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৭

সরদার হারুন বলেছেন: বাস্তব কবিতা ।আমার একটা লেখা আছে পড়ে দেখবেন ।

৪| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: আগামীকালের নতুন ভোরে
পাবে কিন্তু ভয়,
বিজয় কেতন উড়বেই তো
হবে টাইগারেরই জয়।

জয় জয় জয়।

৫| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

এক অন্ধ কবি বলেছেন: আপনার কবিতার জয় হোক।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.