![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধ আমি দেখিনি
দেখিনি হানাদার বধ সেই সঙ্গীত
আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রও।
কিন্তু আমি জানি,
একটি স্বাধীন পতাকাতলে জন্মেছি আমি।
সেদিন ২৬ মার্চ রাতে সাত কোটি বাঙ্গালীর উপর
নির্মমভা্বে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার,
নিরস্ত্র বাঙ্গালী সেদিন বুক পেতে দিয়েছিল
বন্দুক, বোমা, গ্রেনেড, বেওনেট আর কামানের সামনে।
স্বপ্ন ছিল একটি স্বাধীন পতাকা আর মানুষের মুক্তি।
আজ স্বাধীন দেশে প্রতিদিন মরছে মানুষ,
যৌতুকের দায়ে হত্যা করা হচ্ছে কোন না কোন নারী,
কোন না কোন শিশু প্রতিদিনই
শিকার হচ্ছে অপরহরণ কিংবা হত্যার।
ধর্ষণ করা হচ্ছে ইয়াসমিন অথবা তনুদের।
শোষণ, বঞ্চনা, দুর্নীতি আর নিপীড়নের
শিকার হচ্ছে সাধারণ মানুষেরা।
উন্নয়নের জোয়ারে ভাসছে বিত্তবান
আর গরীব মরছে ভাতে।
কার কি এসে যায় তাতে?
আর দেরি নয়
চল হাতে রাখি হাত,
ফুটবেই ভোরের আলো, কাটবে অমাবস্যা রাত।
যে চেতনা আমাদের দিয়েছিল প্রেরণা একাত্তরে
দিয়েছিল স্বপ্ন মানুষে মানুষে সমতা আর মুক্তির।
স্বাধীনতার অর্থ দাসত্ব নয়, নয় কোন শৃঙ্খল
স্বাধীনতার মানে নয় শুধু যুদ্ধ,
নয় একটি মানচিত্র কিংবা শুধুই একটি পতাকা
আমি বিশ্বাস করি
স্বাধীনতা মানেই মানুষের মুক্তি।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: বাংলাদেশের ক্ষেত্রে এটি নয়
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৭
বিজন রয় বলেছেন: আমি বিশ্বাস করি
স্বাধীনতা মানেই মানুষের মুক্তি।
ঠিক।