![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ষণ করে তনুজীকে
হত্যা করলো যারা
এই দেশেতে তারা কারা?
আমরাই বা কারা?
দেশটা কি ভাই ধর্ষকেরই
বাঁচবে মানুষে কিসে?
প্রাণগুলো যায় নিপীড়নে
কাল সাপেরই বিষে।
বিশাল কালো ফনা তুলে
গ্রাস করতে চায়,
ধর্ষকেরা দুনিয়াটাকে
ফেলছে গিলে হায়!
ধর্ষকরা নয়তো মানুষ
হিংস্র তারা হায়না,
হত্যাকারী-ধর্ষকদের
এই পৃথিবী চায়না।
পোষাক কোন সমস্যা নয়
দৃষ্টিভঙ্গি কালো,
মন বিচারে মানুষ যারা
তারাই জ্বালবে আলো।
ধর্ষকেরই বিচার করো
সঠিক বিচার চাই,
তনু আমরা লজ্জিত খুব
তোর কাছে ক্ষমা চাই।
©somewhere in net ltd.