![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বছর নতুন করে
নতুন রূপে আসুক,
এই পৃথিবীর মানুষগুলো
ভালবাসতে শিখুক।
অগ্নিস্নানে শুচি হবে ধরা
এই ছিলতো কাম্য,
নারী-পুরুষ-শিশু সবার
থাকবে সেথায় সাম্য।
চির তরুণ বৈশাখ আসুক
নিয়ে নতুন বাণী,
ভালবাসা দিক ছড়ায়ে
ঘুঁচুক হানাহানি।
নতুন বছর সবার কাছে
হোক আনন্দময়,
বৈষম্য যাক না ঘুঁচে
হোক মানবতার জয়।
(৩০.১২.১৪২২)
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৩
কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভাল লাগলো
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫১
মঞ্জু রানী সরকার বলেছেন: শুভ নববর্ষ