![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন পাল্টায় মানুষগুলো
প্রতিদিনই পাল্টায় জীবনের রঙ,
আমি নই বীর কিংবা বাহাদুর
তবু লড়ে যাই জীবনের জং।
প্রতিক্ষণে প্রতি পলে
মনে মনে শুধু সাধি যেন কৃচ্ছ,
জয় কিংবা পরাজয়
আমার কাছে সে যে নিতান্তই তুচ্ছ।
(৫ বৈশাখ ১৪২৩)
©somewhere in net ltd.