নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

একজন সাবিরা ও একটি আত্মহত্যা

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:০৫

ইউটিউবে নয় মিনিট চুয়ান্ন সেকেন্ড
প্রতিটি মূহুর্ত আঁতকে উঠি
এই বুঝি শেষ হলো সবকিছু।
কি নিদারুণ রসিকতায় ভরা মানুষের জীবন!
প্রতিদিনিই বেঁচে থাকার সংগ্রাম
আর প্রতিনিয়ত হেরে যাবার আশঙ্কা।

একজন সাবিরা কেন শেষ করে দেয় নিজেকে?
মানুষ কেন এমন হয়?
জীবনের প্রত্যাশা কি?
কি চায় নির্ঝরেরা?
সাবিরারা কেন বেছে নেয় আত্মহননের পথ?
হাজারো প্রশ্ন আকুলি বিকুলি করে মনের মধ্যে।

একটি আত্মহত্যায় শেষ হয় একজন সাবিরা
অপেক্ষায় থাকে হাজারো সাবিরা।

ভালোবাসা কি শুধুই কাম আর লালসা?
ভালোবাসার মানে কি মমতা নয়?
তবে কেন এমন নির্মমতা?
জীবন থেকে হারিয়ে যায় জীবন।

তবুও বেঁচে থাকার আশায়, বেঁচে থাকে জীবন
আঁকড়ে ধরে জীবনের সংগ্রামকে,
করে প্রতিবাদ।
সাবিরার এই প্রতিবাদ প্রতিটি নারীর মনে
দিক বেঁচে থাকার তাগিদ।
মানুষের মনে জাগাক ভালোবাসার মমত্ববোধ।
একটি আত্মহত্যা হোক প্রতিবাদ, প্রতিরোধ আর বেঁচে থাকার প্রেরণা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:১৪

মার্কোপলো বলেছেন:



"আমি তোমাকে দেখেছি অনাবৃত
গঙ্গাস্নানে,
করেছিলে প্রার্থনা আনমনা
ঈশ্বরকে পাবে বলে। "

-গংগা স্নানটাও করতে দেবেন না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.