![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাল ডালটার দাম বাড়লে
কার বা তাতে কি?
গরীব মরে পান্তা ভাতে
ওদের প্লেটে ঘি!
পেঁয়াজ-রসুন-হলুদ-আদা
উর্ধ্বগতি দামে,
লাগবে কেন ওগো দাদা
বিধি যখন বামে।
মাংস খাওয়া দরকার কি
আমরা যখন গরীব,
দামটা এখন বেশিই হবে
ব্যবসায়ীদের জরিপ।
ফল-ফ্রুট কি লাগে সবার
কিংবা ভিটামিন,
বেশি দিয়েই ন্যায্য দামে
কিনুন ফরমালিন।
চিনি হলো ধনীর খাবার
আমরা খাবো নুন,
খালি পেটে ছেঁড়া কাঁথায়
গাইবো তোমার গুণ।
বিদ্যুৎ আর গ্যাসের দামটা
বাড়ানোই তো আচার,
সাবসিডিটা লাগবে কেন
যখন মুক্ত বাজার!
আয় বেড়েছে সব মানুষের
বিশেষজ্ঞরা বলে,
গরীব মানুষ পড়লো ফ্যারে
মূল্যস্ফীতির কলে।
বিশ্বব্যাংকটা বলে দেশে
গরীব মানুষ কই?
মধ্য আয় কি বুঝি না
তাই অন্ধকারেই রই।
বুলবুলিতে ধান খেলো যে
খাজনা দিব কিসে?
অন্ধকারে ঘুরছি যে তাই
দারুণ জ্বালার বিষে!
২| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৩
লক্ষ্মীছেলে বলেছেন: চিনি হলো ধনীর খাবার
আমরা খাবো নুন,
খালি পেটে ছেঁড়া কাঁথায়
গাইবো তোমার গুণ।
নুনই ভালো, রাজার তিন কন্যার গল্পের মত। শুভ কামনা রইলো ।
৩| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৫
সোজোন বাদিয়া বলেছেন: "বিশ্বব্যাংকটা বলে দেশে
গরীব মানুষ কই?
মধ্য আয় কি বুঝি না
তাই অন্ধকারেই রই।"
-সুন্দর সামাজিক ছড়া। সালাম এবং অভিনন্দন রইল। লিখে যাবেন দয়া করে।
৪| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪৭
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
৫| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:৫৯
রোয়ানু বলেছেন: দেখার কেউ নেই..
সুন্দর কবিতা
আহলান
৬| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৯
রুদ্র জাহেদ বলেছেন: ছড়ায় বাস্তবের সুন্দর প্রকাশ।ভালো লাগল
৭| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৩
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: বুলবুলিতে ধান খেলো যে
খাজনা দিব কিসে? খাজনা দেওয়ার দরকার নাই।
অসাধারণ হয়েছে।।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৬ রাত ৯:৪২
লক্ষ্মীছেলে বলেছেন: চিনি হলো ধনীর খাবার
আমরা খাবো নুন,
খালি পেটে ছেঁড়া কাঁথায়
গাইবো তোমার গুণ।
নুনই ভালো, রাজার তিন কন্যার গল্পের মত। শুভ কামনা রইলো ।