![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজেট মানে মূল্যবৃদ্ধি
বাজেট মানেই ডর,
বাজেট মানেই ট্যাক্সটা বাড়া
গরীবের গায়ে জ্বর।
বাজেট মানে তোমার আমার
উঠবে নাভিশ্বাস,
বাজেট এলেই আরেক দফা
বাড়বে হা-হুতাশ।
উচ্চাভিলাশ কার জন্য
দরিদ্র না ধনীর?
আমরা খাব পান্তাভাত আর
ধনী খাবে পনির।
মাছ-তরকারি-চাল-ডালের
বাড়বে আবার দাম,
উর্ধ্বমূল্য ছুঁতে গিয়ে
ছুটবে গায়ের ঘাম।
জিডিপিটা বাড়ছে দেখো
উন্নয়নও হচ্ছে,
অবকাঠামো উর্ধ্বমূখী
সামাজিকতা ধুঁকছে।
দুর্নীতি আর নৈরাজ্য
এটাই স্বাভাবিক,
অর্থপাচার, শেয়ার বাজার
কেলেংকারিই ঠিক!
বছর ঘুরে এলো আবার
উন্নয়নের বাজেট!
ধনীর ধনটা বাড়বে আরো
গরীব মানুষ পাপেট।
©somewhere in net ltd.