নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখ

১০ ই জুন, ২০১৬ সকাল ৮:১৪

চাইলে তুমি আমার চোখে
মনটা কেমন করে,
উলট-পালট মনের ভেতর
বুকটা কাঁপে ডরে।

টানা টানা আঁখি তোমার
আছে মায়ার যাদু,
ফুলের বুকে যেমন থাকে
লুক্কায়িত মধু।

হরিণ নাকি গরুর মায়া
তোমার দুটি চোখে,
ভালবাসার তীরটি এসে
বিঁধে আমার বুকে।

নীরব চোখে না জানি গো
কত কথা আছে,
ফিরিয়ে নিই চোখটি আমার
হারিয়ে যাই পাছে।

কাজল দিলে ডাগর চোখে
বাড়ে যে মুগ্ধতা।
মনের খাতায় যাই যে লিখে
তোমারই কবিতা।

থতমত খেলাম যে হায়
কালো চোখে চেয়ে,
পটল চেরা নয়নে তোমার
জল যে এলো ধেয়ে।

জল মুছানোর সামর্থ্য নেই
আছে ভালবাসা,
মন চাইলে নিয়ে নিও
বুঝলে মনের ভাষা।

তোমার চোখে চেয়ে রবো
সারা জীবন ধরে,
কবিতা লেখার খাতা আমার
উঠবে যে গো ভরে।

মনের মধ্যে গেঁথে আছে
তোমার দু’টি নয়ন,
সেখান থেকেই করবো চয়ন
কবিতারই চরণ।

দুঃখ কিংবা বিচ্ছেদ ভয়
চাহনিতেই নাই,
যুগ জনমের ভালবাসা
তোমার চোখে পাই।

তোমার চোখে চেয়ে আমি
পাই যে খুঁজে প্রাণ,
সারাটি জীবন লিখে যাব
ভালবাসার গান।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: সুন্দর একটি রোমান্টিক কবিতা।
++++

১১ ই জুন, ২০১৬ সকাল ৮:২১

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.