নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

গুলশান ট্র্যাজেডি

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৩

শুকিয়ে যায় রক্তের দাগ,
ছোপ ছোপ লাল রক্ত
কালো কালো হয়ে আসে
তারপর একদিন উধাও।

বিবর্ণ হতে থাকে স্মৃতিগুলি,
মানুষের মন থেকে
দগদগে স্মৃতিগুলি বিবর্ণ
হতে হতে একদিন উধাও।

নির্বিকার চেতনা
থেকে যায় প্রতিক্রিয়াহীন,
ভীত সন্ত্রস্ত শরীর মন
ঘরের দরজা বন্ধ।

শুধু উহু, আহা, ইশ্
চুপচাপ নিরবে নিভৃতে,
হয়তো দুঃখ পাই
তবু নীরবেই রয়ে যাই।

তবুও বুক টান করে
দাঁড়ায় একজন রবিউল।
কাঁদে তাঁর মা, স্ত্রী-সন্তান
স্বপ্নগুলো হাওয়ার মিলায়।

রাষ্ট্রীয় শোক উদযাপন শেষে
মানুষ ব্যস্ত হয় তার কাজে,
আবার উহ্, আহা, ইশ্ করি
ভুলে যাই রক্তাক্ত অতীত।

এভাবেই হাওয়ায় মিলায়
আমাদের চিন্তা-স্বপ্ন-জীবন,
মনুষ্য জীবন হয়ে উঠে
নিদারুণ এক রসিকতা!

গুলশান, এক ট্র্যাজেডির নাম
কান্নার আরেক নাম তুমি,
আর কখনো ফিরে এসো না
আমাদের কাঁদাতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন কাব্যিক প্রতিবাদ...

আমি প্রোপিকে এঁকেছি কষ্টের আর শুভকামনার ছায়া


২| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এই বোকা রাষ্ট্রযন্ত্রের শোক করার অধিকার নাই। শোক করলেই যদি হারানোদের ফিরে পেতাম তবে, দুঃখ ছিলোনা। এখন ঘটা করে আর্মি স্টেডিয়ামে শোক অনুষ্ঠান করে বিদেহী আত্মার কী সুখ লাভ হবে? দূর্দিনে তোমাকে পাইনা; হে ভিনদেশী, সরকার আমরা তোমাদের চাইনা।
ভাই, আপনার কবিতায় উঠে এসেছে সকল মর্মব্যথাই যা আমাদের সাধারণের সকলের। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.