![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যা আমার বলল এসে
লিখতে হবে ছড়া,
কথা শুনে চোখটি আমার
হলো ছানা বড়া।
আমি বললাম, কেন রে মা
ছড়া কেন লিখবো?
কন্যা বলে, তোমার ছড়ায়
অনেক কিছু শিখবো।
আমি বললাম, আমার ছড়ায়
আছে কিরে শেখার?
কন্যা বলে, তোমার সাথে
কথা বলাই বেকার।
আমি বললাম, ছড়ার বিষয়
শসা নাকি মশা?
কন্যা বলে, বিষয় হলো
ছোট্ট যে মাকড়সা।
কন্যার আদেশ মাথায় নিয়ে
ছড়া লিখতে বসি,
কন্যা আমার তাই না দেখে
হয় যে মহা খুশি।
তোর খুশিতেই আমার খুশি
এরই নাম তো জীবন,
তোর খুশিকেই বুকে ধরে
হয় যেন গো মরণ।
(০৯.০৭.২০১৬)
©somewhere in net ltd.