![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাকড়সা তুই ছোট্ট হলেও
অনেক শক্তি মনে,
ঘরের কোণটি ছাড়াও থাকিস
পাহাড় কিংবা বনে।
আট পায়েতে চলিস রে তুই
চোখও যে তোর আট,
সুতায় গাঁথা বাড়িটি তোর
ভীষণ বেজায় ঠাঁট।
তোকে দেখেই রবার্ট ব্রুস যে
জিততে শিখলো যুদ্ধ,
অক্লান্ত তোর অধ্যবসায়
জীবন হয় যে শুদ্ধ।
মাকড়সা তুই মানুষ হ’লি
স্পাইডারম্যান নাম,
তোর কাছেতেই শিখলাম যেন
পরিশ্রমের দাম।
নিভৃতে তুই থাকিস তবু
হাজারো গুণ তোর,
শিখাইলি তুই অনেক কিছুই
বুকে দিলি জোর।
মাকড়সা তুই থাকিস বেঁচে
এমনি করেই ধরায়,
অভিবাদন জানাই তোকে
ছন্দেতে আর ছড়ায়।
(০৯.০৭.২০১৬)
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৫
ইকরাম উল হক বলেছেন: দারুন ছড়া
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫২
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ছড়া।