![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহের ফাতেমা, প্রতিবেশী দুরাচারের দেওয়া আগুনে পুড়ে ১১ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় আজ সন্ধ্যায়। ফাতেমা সমাজের প্রতিটি নিপীড়িত নারীর মুখ। প্রতিটি নির্যাতিত নারীর প্রতীক। পৃথিবী নামক গ্রন্থের পাতা থেকে প্রতিদিনই ঝরে যায় কোন না কোন ফাতেমার নাম। অত্যাচারিত হয়ে প্রতিদিন শেষ হয়ে যাওয়া ফাতেমাদের প্রতি অশেষ শ্রদ্ধা……
প্রবল বায়ু মেঘগুলোকে তাড়িয়ে বেড়ায়
ক্রমাগত লাল হয়ে উঠে আকাশ।
আরো একটি জীবনের শেষ নিঃশ্বাস।
মরে যায় ফাতেমা।
দারিদ্রের কাছে মানেনি সে হার
করেনি অন্যায়ের সাথে আপোষ,
উদ্ধত হাতে আর উন্নত শিরে
অন্যায়কে বলেছে খামোশ।
এগারো দিন বার্ন ইউনিটে
জ্বলন্ত দেহ নিয়ে মৃত্যুর সাথে করছিল যুদ্ধ।
বিদায় বলেছে শরীর, হার মানেনি তো মন
গায়েতে পেট্রল ঢেলে দিয়েছে আগুন
ঘৃণিত সেই দুরাচার কোন?
এই সমাজেরই এটা চিত্র
নিপীড়ক তবু থাকে পুত পবিত্র!
আইন ছোঁয় নাকো তারে,
লাগে না ঘা ছত্রিশ কিংবা আঠারো
হাসপাতালে পড়ে থাকে ফাতেমার নিথর দেহ
মন কাঁদলেও জানে শুধু মন, জানে না তো কেহ।
প্রতিদিনই কোন না কোন ফাতেমা
এভাবেই দেয় জীবন। মানুষে মানুষে নেই কোন শ্রদ্ধা
ফাতেমা, সীমা, পারুল, ইয়াসমিন, মিতু কিংবা তনু
বাদ যায়না শিশু কিংবা বৃদ্ধা।
ধর্ষণ কিংবা অ্যাসিড, আগুন অথবা হত্যা
হয়ে আসে জীবনের বার্তা। জিতে কিবা হারে
হাতড়িয়ে সাঁতরিয়ে পায় নাতো তারে।
সে দিয়েছে ডুব,
ঘুম বাবু উঠে যাবে চুপ, চুপ, চুপ।
রাজা ঘুম, রাণীও ঘুম
প্রতিদিনই শিখে যাই
হাম অর তুম।
জেগে থেকে ঘুমাই যেন উঠতে না পারি,
মারবে তো সকলেই, মরবে তো নারী।
অফিসটা শেষ করে ফিরে যাব বাড়ি,
রুটি-ভাত-তরকারি নিয়ে কাড়াকাড়ি।
বাসে না ভালো আজ মানুষে মানুষ,
জীবনটা হয়ে থাকে রঙেরই ফানুশ!
(১১.০৭.২০১৬)
©somewhere in net ltd.