নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

আফসানা তোমার জন্য

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

আফসানা, তোমার মৃত্যুতে আমি অবাক হইনি মোটেও
তনু, আফসানা, ইয়াসমীন কারো জন্যই এ সমাজ নয়।
এ সমাজ হিংস্র পুরুষের, ধর্ষকের, তোমাদের নয়।
পুরুষ হিসাবে লজ্জিত আমি,
জানি জীবন ছিল তোমার সবচেয়ে দামি।
আর পুরুষ ছিল ধর্ষকামী।
সত্যিকারের পুরুষ কখনো ধর্ষণ করে না। করে না হত্যা।
ভালো মানুষির মুখোশে থাকে ধর্ষকামী মন
মনুষ্য জন্ম তোর সে তো শুধুই মিথ্যা।
ওরা তো মানুষ নয়, ভেতরে ভেতরে হিংস্রতার ধ্বজা বয়।

আফসানা তোমার জন্য
এ সমাজ দিতে পারেনি একটি নতুন সকাল
দিয়েছে মৃত্যু। সাথে একরাশ যন্ত্রণা।
তোমার জন্য রাজপথে শ্লোগান হবে
কিন্তু বিচার হবে না।
কারণ তুমি তো নারী
তোমার সাথে তাই সমাজের আঁড়ি।

ফাতেমা কিংবা সীমা অথবা পারুল
কল্পনা চাকমা নয়তো সঙ্গীতা মন্ডল
সকলেরই জীবনের একই পরিণতি,
পৃথিবী হয়েছে ক্ষুব্ধ, তাতে হয়নি কোন ক্ষতি।
ধর্ষকেরা উল্লাস করে, করে উদ্দাম নাচ
ভালো মানুষ পালিয়ে বেড়ায়, লাগে নাতো গায়ে আঁচ।

আঁধার মিলাক আলোর মাঝে, হিংস্রতা যাক পুরুষের
এই পৃথিবী ধর্ষকের নয়, হোক তা শুধু মানুষের।
(১৬.০৮.২০১৬)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.