নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু প্রতীম!

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

খুলেছে ঐ ফারাক্কা বাধ
বাড়ে পদ্মার পানি,
ভাদ্র মাসের বানে জলে
হয় যে জীবন হানি!

ফারাক্কাটার পিছু পিছু
আসে টিপাইমুখ,
সুন্দরবন খাবে ভেবে
পায় যে মনে সুখ।

চেয়েছিল গ্যাস যে ওরা
দুই হাজার এক সালে,
ঠেকিয়েছিল বীর বাঙ্গালি
মার খেয়েছিল গালে।

ট্রানজিটটা পায় যে তারা
সে যে জলের দরে,
ব্যবসা করে লাভ নিয়ে যায়
খাই যে ফাঁকি করে।

ব্যবসা খাতে ঘাটতি আমার
ওদের থাকে লাভ,
হাতটা বুলায় আমার মাথায়
এই আমাদের লাভ।

বন্ধু আমার তারা দেখো
নিজের লাভটা দ্যাখে,
বন্ধুত্বের দাম যে অনেক
গলায় গিয়েছি ঠেকে।

হোক না ক্ষতি সমস্যা কি
তোমার সাথেই যাবো,
এমন ভালো বন্ধু প্রতীম
কোথায় বলো পাবো?
(২৭.০৮.২০১৬)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫০

মো:সাব্বির হোসাইন বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।


অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৪

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৯

ইকরাম উল হক বলেছেন: দারুন প্রকাশ

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.