নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

দাবী

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

জঙ্গল না হয় হইলো সাবাড়
ক্ষতি তাতে কি?
আমাগো এবার পালে হাওয়া
গরম ভাতে ঘি।

পোলাও মাংস খামু আমরা
আরো কালিয়া কোপ্তা,
গায়ের বসন উজাড় কইরা
বাঙ্গাল হইবো ফুত্তা।

দ্যাশের কারেন্ট বাইড়া যাইবো
আন্ধারে ফুটবো আলো,
উন্নয়নের জোয়ার আইবো
মুইছা যাইবো কালো!

ঐহানেতে থাকে যারা
ওরা দস্যুর দল,
জঙ্গল কাইটা মাঠ বানামু
খেলুমরে ফুটবল।

কারখানাটা হইলে দেখবি
চাকরি হইবো কত!
বুঝবি তখন, আমার সামনে
খাইবি থতমত।

বেকার তোরা টোকাই তোরা
রাস্তাটা দে ছাইড়া,
খাইয়া দাইয়া কাম পাস না
চিল্লাস আজাইড়া।

কয়লা থিকা আগুন জ্বলে
পুড়ে সুন্দরবন,
বাঘ সিংহ পলায় ডরে
পুড়ে হরিণীর মন।

দ্যাশের মালিক জনগণ
তাগো হাতেই চাবি,
সুন্দরবন মা আমাগো
ছাড়ুম না তো দাবী।
(৩০.০৭.২০১৬)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: বাহ !! বেশ ভালো লেগেছে কবিতা। এগিয়ে যান কবি। :)

শুভকামনা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.