নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

নিদেনপক্ষে একটা দিন আসুক

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১০

রিশারা মরে যায়
বেঁচে থাকে সন্ত্রাস, বেঁচে থাকে রাহুর গ্রাস।
সময়ের গহ্বরে চলে যায় সময়।

নিদেনপক্ষে একটা দিন আসুক
যেদিন হবে না কোন হত্যা, সন্ত্রাস
কিংবা নামবে না অন্ধকার।

নিদেনপক্ষে একটা দিন আসুক
মানুষ শুধু ভালবাসুক।
আকাশ ঝরাক গোলাপ পাঁপড়ি
ঝলমলে রোদ্দুরে খলখলিয়ে হেসে উঠুক
ম্লান হয়ে যাওয়া শিশুটির মুখ।

নিদেনপক্ষে একটা দিন আসুক
সাম্রাজ্যবাদ গুটিয়ে রাখুক তার থাবা।
থেমে যাক আরবের বাসন্তি বাতাস
ক্লাসটার বোমাগুলো নিস্তেজ হয়ে
হারাক তার শক্তি।

নিদেনপক্ষে একটা দিন আসুক
ঘুঁচে যাক উত্তর-দক্ষিণ, সাদা-কালো
কিংবা
প্রাচ্য আর পাশ্চাত্যের তফাৎ।

নিদেনপক্ষে একটা দিন আসুক
শুধু শান্তি কপোত উড়ে বেড়াক
আকাশে ভাসুক সাদা মেঘ
তুমি আর আমি
সকল কাজ ফেলে হয়ে যাবো ভবঘুরে।
(৩০.০৮.২০১৬)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩০

অ‌প্রিয় সত্য বলেছেন: নিদেনপক্ষে একটা দিন আসুক
মানুষ শুধু ভালবাসুক।

২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লিখেছেন ।

৩| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

fa siam বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.