নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিদুপুর

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

ছাই রাঙা আকাশ ঝরায় বরিষণ
বৃষ্টিতে ডুবে যায় পিচ ঢালা রাজপথ।
প্রচন্ড ঝাপটায় ভিজে যায় বারান্দা
দমকা হাওয়ায় ঝরে পড়ে,
টবের গাছে ফোটা ভেজা বেলী ফুল।

অবিরাম বরিষণ ভিজিয়ে দেয় মাটি,
ছয় তলার বারান্দা থেকেও
নাকে আসে ভেজা মাটির সোদা গন্ধ।

কেউ বসে নেই
তবু
ইজি চেয়ারটা, দুলে যায় অকারণ।

পাশের বাড়ির ছাঁদে
বসে আছে একটি দাঁড়কাক,
চিন্তাক্লিষ্ট।
বৃষ্টি পড়ে, বিজলী চমকায়
ভাঙ্গে না তার মগ্নতা।

এক জোড়া কবুতর
মনের আনন্দে ভিজে যায়।
যেন বহু প্রতীক্ষিত ছিল,
এমনই এক বৃষ্টিভেজা দুপুর।

এমন পাগল করা বৃষ্টিদুপুরে
মাথার ভেতর গুনগুনিয়ে ফেরে
‘এমনও দিনে তারে বলা যায়…।’

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০

ধ্রুবক আলো বলেছেন: এমন পাগল করা বৃষ্টিদুপুরে
মাথার ভেতর গুনগুনিয়ে ফেরে
‘এমনও দিনে তারে বলা যায়…।’

+++ দারুন লিখছেন

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪১

তাওহীদ পলাশ বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.