![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও তখন সন্ধ্যা গড়িয়ে আঁধার,
ক্লান্ত শরীর মানেনি পাহাড় বাধার।
ডাকো কাছে তাই ছুটে যাই যে
তোমারই পাশেতে আবার।
তুমি হলে ঐ শরৎ আকাশে
উড়ে যাওয়া সাদা মেঘ,
চোখের ভাষাতে আলতো ছোঁয়াতে
বাঁধিনা কিছুতে আবেগ।
ভাবনাগুলো মাথার ভেতরে
গদ্য নয়তো পদ্য,
তোমার চলাতে অথবা বলাতে
তুমি হলে অনবদ্য।
তুমিতো আমার ভাবনার বীজ
তোমাকে নিয়েই ভাববো,
ছন্দে কিংবা ছন্নছাড়া
লিখে যাবো প্রেমকাব্য।
(০৯.১০.২০১৬)
১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ....
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।