নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

আঁধার রাতের সাদা মেঘ

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৩

আঁধার রাতের আকাশে ভেসে বেড়ানো
সাদা মেঘগুলোক্রমশ স্পষ্ট হতে থাকে।
অনেকটা ছেলেবেলার ভয় পাওয়া স্বপ্নের মতো
স্বপ্নের ভেতর চাঁদনি রাতে মেঘগুলো এমন স্পষ্ট হতো।
ভয়ে ঘুম ভেঙ্গে যেত।
কি যেন এক ভয়!
তারপর চলে গেছে বহু বছর
আজ আবার ফিরে এলো
আঁধার রাতের সাদা মেঘ।
না স্বপ্ন নয়,
আজ জেগে থাকা রাতের আকাশ সাদা মেঘে ভরপুর।
ফিরছে পুরোনো স্মৃতি
না আজ আর ভয় নেই এই আকাশে।
শুধু মনে পড়ছে সেই দৌলতপুর, সেই আমার গ্রাম
যেখানে জন্মেছি আর বেড়ে উঠেছি আমি।
আম্মা-আব্বা-দাদী, আত্মীয়, বন্ধু আরো অনেকে
সভ্যতার ক্রমবিকাশে মানুষ ক্রমাগত বিচ্ছিন্ন আর বন্দী
ইট-পাথরের শহর মানুষকে আকাশ দেখতে দেয় না
ক্রমাগত ভুলিয়ে দেয় অতীতকে।

আঁধার রাতের সাদা মেঘগুলো
আমার কাছে ফিরে এলো স্মৃতি জাগানিয়া হয়ে।
কি অদ্ভূত এক প্রশান্তি!
জীবন মানেই ভাবনা, জীবন মানেই স্মৃতি
বর্তমান সেতো প্রবাহমান।
শুধু বয়ে যায় আর বিলীন হয় কালের গর্ভে।

মেঘগুলো তোমরা এমনই থেকো আজীবন
আর জ্বলে উঠো আঁধার রাতে
আরো স্পষ্ট, আরো সাদা হয়ে।
(১৬.১০.২০১৬)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.