![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিলারি অথবা ট্রাম্প
ক্লিনটন কিংবা বুশ,
তোমরাইতো করেছ ফুটো
পৃথিবীটার ফুসফুস।
চাই না তোমার ক্ষমতা আমি
চাই না তোমার শান্তি,
গণতন্ত্রের শ্বেত কবুতর
তোমার নামেই ভ্রান্তি।
কংশ রাজার বংশ তুমি
সভ্যতারই দ্বিষৎ,
মানুষেরই রক্তে ভেজার
আনন্দটাই বৃহৎ।
দেশে দেশে যুদ্ধ বাঁধাও
বেচতে তোমার অস্ত্র,
তোমার আগুনে সভ্যতা আজ
পুড়ে হয় বিবস্ত্র।
বসন্তেরই বাতাস দিলে
আরো হালুয়া রুটি,
ঋণের বোঝায় জেরবার করে
ধরলে চেপে টুটি।
জাতিসংঘের সঙটা দেখি
তোমার কথায় নাচে,
যুদ্ধ খেলা বন্ধ হলে
মানুষগুলো বাঁচে।
(২৪.১০.২০১৬)
©somewhere in net ltd.