![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রলয় যখন আসলো ধেয়ে
সেজে থাকি অন্ধ,
চোখটা সদাই বুজে থাকি
মনের দরজা বন্ধ।
খুনি ধর্ষক উল্লাসে ফাটে
আমার মাথা নত,
উদ্ধত হাতে সন্ত্রাসী নাচে
নিজের কাজেই রত।
এদিক ওদিক সামলে চলি
আমি ভাই সাধারণ!
নিজের দিনটা গেলেই চলে
কথা বলা অকারণ।
চারদিকটাতে ভাঙ্গার শব্দ
কিংবা কাঁদার রোল,
চুপচাপ থাকি কিছু দেখিনাতো
শুধুই গন্ডোগোল।
ডাল-ভাত খাই রাস্তা হাটি
আঁকাবাঁকা নয় সোজা,
মাটির মানুষ বলে সকলেই
যায় না কি তা বোঝা?
রাজনীতিটা আমার তো নয়
আমি যে পিপল ম্যাংগো,
কথা বললেই ভাঙ্গবে আমার
হাতের সাথে ঠ্যাংও।
মানবতা তাই লুন্ঠিত আজ
উঠে না কেউতো দাঁড়ায়ে,
বন্দী সবাই সেলফির জালে
আসেনা তো হাত বাড়ায়ে।
অন্ধ হওয়ার ভান করলেও
বন্ধ থাকে না প্রলয়,
উন্নত শির উদ্ধত হাতে
ভাঙ্গো চক্রের বলয়।
মুখেতে শ্লোগান উঠুক তাহলে
মানিনা তো অন্যায়,
বৈষম্যের শৃঙ্খল যত
ভেসে যাক বন্যায়।
জেগে উঠুক প্রতিটি মানুষ
মানবিকতার ডাকে,
নতুন রবির আলো আসুক
অন্ধকারের ফাঁকে।
(০৩.১১.২০১৬)
০৪ ঠা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:১২
মেহেদী রবিন বলেছেন: জেগে উঠুক প্রতিটি মানুষ
মানবিকতার ডাকে,
একবিংশ শতাব্দীর যোগ্য শ্লোগান