নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবীর মামুন

কবীর মামুন › বিস্তারিত পোস্টঃ

মার্কিনদ্যাশে যা খুশি হউক তাতে আমার কি???

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

মিডিয়াগুলার দাপাদাপি দেইখা মনে হইতাছে যে ভোট যুক্তরাষ্ট্রে না বাংলাদেশে হইতাছে। কি জিতবো তাই নিয়া মাতামাতি। অদ্ভূত! আরে যেই জিতুক তাতে বাংলাদেশের কোন লাভ নাই। মার্কিনীদের বিশ্বনীতি অপরিবর্তনীয়ই থাকে। নেতা বদলায় কিন্তু পলিসি বদলায় না। অনেকের মনে করতাছে যে হিলারী ড. ইউনুসের বন্ধু তাই সে ক্ষমতায় আইলে আওয়ামী লীগের অসুবিধা কইরা দিবো। উনারা আসলে বোকার স্বর্গে বাস করতাছেন। আবার অনেকে মনে করতাছে ব্যবসা-বাণিজ্যের নীতিতে পরিবর্তন আইবো ট্রাম্প আইলে। পাগল নাকি! মার্কিনীরা অগো লাভ ছাড়া কিচ্ছু বুঝে না। সারা দুনিয়ায় ল্যাঠা লাগাইয়া মানুষ মাইরা নিজের স্বার্থ সিদ্ধি করে ঐ মার্কিনীরা। অনেকে আবার কইতাছেন যে, হিলারী হইলে সে ঐ দ্যাশের প্রথম নারী প্রেসিডেন্ট হইবো। তা অবশ্য ঠিক তয় তাতে পুরুষতান্ত্রিক মার্কিন সমাজে নারীর আদতে কোন লাভ নাই। মার্কিন মিডিয়াগুলান এখনো হিলারিরে ‘ক্লিন্টন’ বইলা খবর প্রচার করে। নিজের পরিচয় বাদ দিয়া সে উইলিয়াম জেফারসন ক্লিন্টনের উপাধি ধারণ কইরা রাখছে। পুরুষতান্ত্রিক সমাজের একটা বৈশিষ্ট হইলো সে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে। হিলারিকেও দেখা গেছে সে যখন পররাষ্ট্র মন্ত্রী ছিল তখন বিশ্বে অশান্তি লাগানো আর তা টিকাইয়া রাইখা ফায়দা হাসিলে উস্তাদ সে। সুতরাং সাধু সাবধান। যারা ভাবতাছেন না জানি কি হইবো তারা আর বেশি ভাইবেন না। এই ভাবনা অকারণ। শুধুই অকারণ।

আমাগো দ্যাশের নীতিনির্ধারকরা এই ইলেকশন থিকা একটা জিনিস শিক্ষা নিতে পারেন আর সেইটা হইলো নির্বাচনের দিন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোন কিছু বন্ধ হয় নাই। অফিস-আদালত-শিল্পকারখানা-ব্যবসা প্রতিষ্ঠান সবই খোলা। সবাই ভোট দিয়া কাজে যাইতাছে নতুবা কাজের ফাঁকে আইসা ভোট দিতাছে। কাজের শ্যাষেও দিবো। আবার যারা দূরে থাকে তারাও ডিজিটাল মেথোড ইউজ কইরা ভোট দিতাছে। বাংলাদেশের মাইনষেগো মতো ঈদ লাগে নাই অগো। এক্কেবারে মাংস-টাংসো রাইন্ধা আরাম কইরা খাইয়া পান মুখে দিয়া দাঁত খোঁচাইতে খোঁচাাএত গিয়া ভোট দিয়া আইসা একটা ঘুম দিয়া সন্ধ্যাবেলা চা-মুড়ি খাইতে খাইতে টিভি খুইল্যা বইসা নির্বাচনের খবর দেইখা দিন পার করা। কারণে অকারণে খালি ছুটি লাগে না মার্কিনীগো। যাউগ্গা, মার্কিন মুলুকে যা খুশি হোক তাতে আমার মাথা ব্যাথা নাই। চারদিকে মার্কিন ইলেকশনের আলাপে কান পইচার যাইতাছে আর মেজাজ খারাপ হইতাছে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দুনিয়াতে চলতে হলে চোখ-কান খুলেই চলতে হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আফটারম্যাথ পুরো বিশ্বের উপরই পড়ে। 'আমার কি বা*' বলে চুপ থাকা মানে নিজেকে মিথ্যে বুঝ দেয়া।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০

কবীর মামুন বলেছেন: লন খোঁজ। চোখ কান খুলাই রাখেন। আমিতো আমার কথা কইছি ভাই। আমি নিজেরে অযথা বুঝ দেই না। আমার ইডিওলজি যথেষ্ট পরিষ্কার আর সাথে বুঝাপড়াও। বিশ্বরাজনীতিতে কি কারণে কি হয় তাহা আমার জানা আছে বস। ডোন্ট মাইন্ড....।

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

ক্রিপ্টোগ্রাফার বলেছেন: প্রথম আলো এর লাফালাফি দেখছেন্নি???

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৩

কবীর মামুন বলেছেন: আর কইয়েন না। পুরা মার্কিন মদ খাইয়া মাতোয়ারা মনে হইতাছে।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

কালীদাস বলেছেন: এডজাক্টলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.