![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গগণচুম্বী শহরটাতে ফুটপাতই তার ঠিকানা
রাত কাটে আকাশের তারা গুনে
পেতে প্লাস্টিক বিছানা।
নদীর ভাঙ্গনে হারিয়েছে তার বাড়ি-ঘর
আপন সকলে সেদিন ফিরিয়েছিল মুখ
বাঁধেনি তারে জীবনের কাঁটাতার।
এক বুক স্বপ্ন আর ক্ষুধার্ত পেট তার
ভালোবাসার স্বপ্নজাল বুনে যায়
দুঃসাহসী হৃদয়ে তার।
হৃদয়খানায় স্বপ্ন আঁকা মানে নাতো বাধা
পেটের ক্ষুধায় গৃহ শ্রমিক
মনে প্রাণে রাধা।
কংক্রিটেরই শহরটাতে মানুষগুলোও পাথর
মন বোঝেনা শরীর বোঝে
ঢেকে সভ্যতারই চাদর।
ধর্ষণ হয় মালিকের হাতে কাজ করতে গিয়ে
সামনে মাসেই কথা ছিল
হবে যে তার বিয়ে।
বিচার চেয়ে পায় না তো সে এইটাই যে রীতি
সত্যি কথা বলতে গেলে
দেখায় শুধু ভীতি।
এই শহরের মানুষগুলো ইট পাথরের তৈরি
মানবতার দেখা মেলে না তো
জীবনটাই যে বৈরী!
চতুর্দিকে চোখ মেললেই হারিয়ে যায় ভাষা
অদ্ভূত এক সভ্যতা এটা
অন্ধকারেই ঠাসা!
(১২.১১.২০১৬)
২| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৩
মার্কো পোলো বলেছেন:
সবই অদ্ভুত। অদ্ভুত আমাদের সমাজ। মানবতা আজ ধনীদের পকেটে।
ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে।