![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উড়ে যায় ধবল বক
বিলের জলে খুঁজে বেড়ায় মাছ
চুপ চুপ এক ডুব কালো পানকৌড়িটা।
কৃষকের মুখে হাসি
মাঠে মাঠে সোনালী ধান
নবান্নের আমেজে নতুন ধানের হবে গান।
ছুটে চলছে ট্রেন
পেরিয়ে মাঠের পর মাঠ
সান্তাহার আক্কেলপুর কিংবা জয়পুরহাট।
কু ঝিকঝিক ঝিকঝিক
ঠোঁটে মুখে হাসি ফিকফিক
মানুষ ফিরছে অথবা চলেছে গন্তব্যে।
তোমার বোগিতে বোগি
যেমন মানুষে মানুষে বন্ধন
ট্রেন তুমি ধাবমান, ঠিক যেন জীবন গতি।
(১৭.১১.২০১৬)
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর। বেশ ভাল লাগল।
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩
কবীর মামুন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছে।