![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আবাদী জমির ধান অবরুদ্ধ কাঁটাতারে,
ঘরগুলো পুড়ে ছাই, ভিটা ভাঙ্গে বুলড্রোজারে।
তোমার গুলিবিদ্ধ চোখ, হাতকড়া পড়ানো শরীর,
মাঠে পড়ে থাকে লাশ শুনে না কেউ যেন বধির।
নবান্নের গন্ধ এসে ফিরে যায় নিজ দেশে,
পাকা ধানের ফলন চোখে আনে কান্না অবশেষে।
তোমার প্রথাগত সংস্কৃতি, কি কাজ এই নামে?
আমি বলি ডাইনে চলো, তুমি চলো বামে।
কি চাও তোমরা এইখানে? কি আছে তোমার?
নিজভূমে আছো পরবাসী তুমি তবু মিছেই গুমোর।
(১৮.১১.২০১৬)
©somewhere in net ltd.