![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি একবারও ভেবেছেন যে কাকে মারছেন?
মিয়ানমারে রোহিঙ্গা মারছেন, আরবে শিয়া কিংবা সুন্নী
মুসলিম কিংবা হিন্দু, সাঁওতাল অথবা চাকমা সবাই মানুষ
মানুষ মেরে আপনি কি দেখাতে চাইছেন? আপনার ক্ষমতা?
বুকে হাত রেখে বলুন আপনি কি নিজেকে মানুষ মনে করেন?
যাকেই মারুন, যেভাবেই মারুন, আপনি মানুষই মারছেন।
ধর্ষণ করছেন ষাটোর্ধ নারী কিংবা পাঁচ বছরের শিশুকে
মানুষ মেরে ফেলে দিচ্ছেন রাস্তায় নয়তো বস্তায় বেঁধে নদীতে
অ্যাসিড কিংবা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন মানব শরীর
হত্যা করছেন কাজের লোক, স্ত্রী, সন্তান, পিতা কিংবা মাতাকে
হাত কি আপনার একবারও কাঁপেনা? হৃদয় কি কাঁদেনা?
বুকে হাত রেখে বলুন আপনি কি নিজেকে মানুষ মনে করেন?
যাকেই মারুন, যেভাবেই মারুন, আপনি মানুষই মারছেন।
আপনার কাছে বোমারু বিমান আছে কামান কিংবা ট্যাংক
আপনার বন্দুক আছে, টাকা পয়সা আছে সাথে আছে ক্ষমতা
নিজের স্বার্থে আপনি দেশে দেশে ডাক দেন বসন্তের।
মানুষ হত্যা আপনার কাছে নস্যি দিয়ে নেশা করবার মতো
আপনার ক্ষমতার দম্ভে পৃথিবীর মানুষ দিশেহারা,
সন্ত্রাসী তৈরি করে আবার তাকে হত্যা করেন সন্ত্রাসী কায়দায়।
ছোট্ট শিশু আয়লানের লাশ বিশ্বকে কাঁদায়, আপনি উল্লাস করেন
বুকে হাত রেখে বলুন আপনি কি নিজেকে মানুষ মনে করেন?
যাকেই মারুন, যেভাবেই মারুন, আপনি মানুষই মারছেন।
সাদ্দাম কিংবা আলেন্দে, সাফদার হাশমি অথবা পীরেন স্নাল
সবার শরীরেই রক্ত বইছে মানুষের, রং তার লাল।
আপনাদের সভ্যতার সংঘাত তত্ত্বই সভ্যতা ধ্বংসের কারণ
আপনাদের মানবিকতার বিরোধীতাই রক্তপাত তৈরি করে
গণতন্ত্রের যাদু-টোনায় হিপনোটাইজড মানুষ হয়ে উঠে হন্তারক
বুকে হাত রেখে বলুন আপনি কি নিজেকে মানুষ মনে করেন?
যাকেই মারুন, যেভাবেই মারুন, আপনি কিন্তু মানুষই মারছেন।
©somewhere in net ltd.